বুধবার,৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ।২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
  1. NGO
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. উন্নয়ন
  8. করোনাভাইরাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. প্রবাস

বরগুনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
বরগুনায়-মাদ্রাসাছাত্রীকে-ধর্ষণ-যুবকের-যাবজ্জীবন.

বরগুনা প্রতিনিধি:  বরগুনায় মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় কামাল খান (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী এলাকার মো. জয়নাল খানের ছেলে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান এ আদেশ দেন। এ মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি ছিলেন তিনি।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে কামাল। অপহরণের ১৮ দিন পর ২০১৪ সালের ২৮ আগস্ট এ ঘটনায় কামলা খান, তারা বাবা জয়নাল খান এবং মা আম্বিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। পরে এ মামালায় ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর কামাল খানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে মামলার বিচার শুরু করার জন্য ২০১৫ সালের ১১ মার্চ চার্জ গঠন করে আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এ রায়ের মাধ্যমে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। উচ্চ আদালতেও এই আদেশ বহাল থাকবে বলে প্রত্যাশা তার।

আপনার মতামত প্রদান করুন

সর্বশেষ - খেলাধুলা