স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
এখন 22 ক্যারেটের সোনার দাম প্রতি ভুরি (11.664 গ্রাম) যথাক্রমে 98,444 টাকা, 21 ক্যারেটের 93,954 টাকা, 18 ক্যারেটের 80,540 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম 67,126 টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।
আপনার মতামত প্রদান করুন